সাঈদীকে নিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট, আ’লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে এনায়েতপুর থানা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কার হলেন ২১ ছাত্রলীগ নেতা

থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে কবিতা লিখে ফেসবুকে পোস্ট দেন ডা. আব্দুল কুদ্দুস। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ জন্য জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।