ক্যানসারের কাছে হেরে গেলেন সাংবাদিক সফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৭ আগস্ট ২০২৩

কক্সবাজারের সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সফিউল আলম সফি আর নেই। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দুরারোগ্য লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন সফি।

আজ বাদ আসর পেকুয়ার মগনামা মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

আরও পড়ুন: বরগুনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় ব্যবস্থাপক হিসেবে কাজ শুরুর পর সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করে অ্যাডভোকেটশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।