ভোলায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৮ আগস্ট ২০২৩

ভোলা সদরের তিন ইউনিয়নের পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ।

jagonews24

আরও পড়ুন: জাবি ছাত্রলীগ সহ-সভাপতির মাথা ফাটিয়ে ৫ নেতাকর্মী বহিষ্কার

জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ জানান, ওই পাঁচ নেতাকর্মীকে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।