স্কুলে এসেও মারামারি করেন শিক্ষক দম্পতি, দুজনকেই বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৮ আগস্ট ২০২৩

পারিবারিক কলহ থেকে স্কুলে এসেও মারামারি করতেন বরগুনার আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতি। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। এমনকি ভয়ে স্কুলে আসা বন্ধ করে দেয় অনেক শিক্ষার্থী। ওই শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) তারা নতুন স্কুলে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা নিরু তাদের দাম্পত্য কলহ স্কুল পর্যন্ত গড়াতেন। স্কুলে এসেও কলহে জড়াতেন তারা। এমনকি তাদের মধ্যে মারামারি পর্যন্ত হতো। তাদের এ কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল। এতে ওই দুই শিক্ষকের বদলি দাবি করে আসছিলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

jagonews24

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়ায় তাদের অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

রোববার সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুন নাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।