খাগড়াছড়িতে ছাত্রকে পিটিয়ে হত্যা, ঘাতক শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ আগস্ট ২০২৩

খাগড়াছড়িতে মাদরাসা শিক্ষার্থী মো. আব্দুর রহমান আবিরকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের চাঁদগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় রোববার রাতেই নিহতের বাবা মো. সরোয়ার হোসেন বায়তুল আমান ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলামকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

মামলার পর থেকেই ওই শিক্ষককে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে তথ্য প্রযুক্তির ব্যাবহার করে চট্টগ্রামের চাঁদগাও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত শিক্ষার্থী জেলার পানছড়ির আইয়ুব আলী মেম্বারপাড়ার মো. সারোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতির ছেলে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিনুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, দুষ্টুমি করার কারণে শিক্ষক আমিনুল ইসলাম ওই ছাত্রকে মারধর করেন। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। আর মরদেহ হাসপাতালে ফেলে রেখে শিক্ষক মো. আমিনুল ইসলাম পালিয়ে যান।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।