গাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ভোলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পরে মো. হেজু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

হেজু মিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

আরও পড়ুন: ভোলায় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেলো যুবকের

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দিকে হেজু মিয়া তার বাড়ির সামনের রাস্তার পাশে গাছে উঠে ডাল কাটছিল। ডাল কাটার এক পর্যায়ে তিনি গাছ থেকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাসুম তালুকদার জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

জুয়েল সাহা বিকাশ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।