উখিয়ায় পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গা আটক, আশ্রয় শিবিরে হস্তান্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৩২ এএম, ৩১ আগস্ট ২০২৩

কক্সবাজারের উখিয়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৬৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণে তাদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উখিয়া উপজেলার পৃথক স্থানে এ অভিযান চালানো করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে উখিয়া উপজেলার বিভিন্ন চায়ের দোকান ও মুদির দোকানে শ্রমিক হিসাবে কাজ করছে অনেক রোহিঙ্গা। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানকারিরা উখিয়া বাজার থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ (সিআইসির) মাধ্যমে ক্যাম্পে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, উখিয়া থানার ওসি মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বিনা অনুমতিতে রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারা ইজিবাইক ও গাড়ি চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন।তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বুধবার সকালে উখিয়া থানা পুলিশের একটি দল উখিয়া কলেজের সামনে পুলিশ চেকপোস্টসহ অন্যান্য ৪৫ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ক্যাম্প সিআইসির কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে উল্লেখ করেন ওসি।

সায়ীদ আলমগীর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।