আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ৩১ আগস্ট ২০২৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় বিএনপি। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের শিকড়। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশনের জাহানপুর হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, এমন কোনো বাড়ি নেই, ঘর নেই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই। আওয়ামী লীগের শক্তি জনগণ আর জনগণের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

jagonews24

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। সেই নির্বাচন উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আব্দুল রাজ্জাক বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এছাড়াও যারা বাংলাদেশকে পাকিস্তানিদের কাছে বিকিয়ে দিতে চায় তাদের প্রতিহত করতে হবে।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনে সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাবক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামন, পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।