লালমনিরহাট
ছাগলের পচা মাংস বিক্রির সময় ২ কসাইয়ের জরিমানা
লালমনিরহাটের কালীগঞ্জে ছাগলের পচা মাংস বিক্রি করায় দুই কসাইয়ের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সুকানদিঘী এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
অর্থদণ্ডপ্রাপ্ত দুই কসাই হলেন- সুকানদিঘী বাজারের মো. রফিকুল ইসলাম ও মো. মফিজুল ইসলাম।

আরও পড়ুন: গাভিন ছাগল জবাই করে মাংস বিক্রি, কসাইকে জেল-জরিমানা
আদালত সূত্র জানায়, মাংসের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই কসাইকে পাঁচ হাজার করে জরিমানা করেন। আগামীতে এ ধরনের অপরাধ না করার জন্য বাকিদের সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রবিউল হাসান/আরএইচ/জিকেএস