কুয়াকাটায় সুলতানা কামাল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য তালিকায় পরিবর্তন আসছে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য তালিকায় পরিবর্তন আসছে। অনেক মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। যে কারণে অনেক মানুষকে বাজারে গিয়ে হিমশিম খেতে হয়। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে রক্ষা করতে পারলে এসব সমাধার সম্ভব।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পটুয়াখালীর কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক এক মত বিনিময় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ক্ষতিকর প্রকল্প বাংলাদেশে, সুবিধা ভারতের : সুলতানা কামাল
কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে ও বাপার কলাপাড়া উপজেলা সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস