একটা ব্রিজ বানাতে গেলে ছেলের পর খালেদা জিয়াও খেতেন: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

ক্ষমতায় থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন প্রকল্প থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, একটি ব্রিজ বানাতে গেলে প্রথম খেতেন উনার (খালেদা জিয়া) সংসদ সদস্যরা, এরপর খেতেন মন্ত্রীরা, তার ছেলে এবং এরপর উনি খেতেন। তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও ওইরকম। কিন্তু শেখ হাসিনা ওইরকম না। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তিনি সেভাবেই কাজ করেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন। দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি আপনাদের মর্যাদা এনে দিয়েছেন।

আওয়ামী লীগের এ বর্ধিত সভায় আরও ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমএ জি হাক্কানীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।