ব্রাহ্মণবাড়িয়ায় জিমে আটকে মারধর: ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যায়ামাগারে (জিম) দুই বোনসহ তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হবে না সে বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও শাহাদাৎ হোসেন শোভনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা দুজনই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবের উপর সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ওঠায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এবং সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ কেন করা হবে না তার কারণ লিখিত আকারে দপ্তর সেলে স্বশরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, গোপনে ভিডিও ধারণের প্রতিবাদ করায় দুই নারীসহ তিনজনকে গত বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস ক্লাব নামক একটি জিমে পরিচালক হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, সাইম ও জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তারের বিরুদ্ধে দলবদ্ধভাবে মারধরের অভিযোগ ওঠে। ৯৯৯ এর কল পেয়ে এই ঘটনা পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি বিপ্লবসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। পরে বিষয়টি জানাজানি হলে পরদিন (বৃহস্পতিবার) ভোরে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত তিন আসামিই এখন জেল হাজতে রয়েছেন।

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।