ছদ্মবেশে ২৯ বছর পালিয়ে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
ভাগনের হাতে মামা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান ওরফে রফিক মাতুব্বর (৫৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে তিনি ২৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১৯৯৪ সালের ৭ জুন আব্দুল মান্নান তার ছোট ভাই মো. নান্নুর সঙ্গে বিবাদে লিপ্ত হন। পরে তার ছোট মামা ওসমান খামারু তাদের ঝগড়া মেটানোর জন্য আসেন। ওসমান আব্দুল মান্নানের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
পরে এ ঘটনায় পরিবারের লোকজন কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা করেন। পরে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গার বাবলাতল এলাকায় নিজের পরিচয় গোপন করে বিয়ে করে বাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস