রিমান্ডের কথা শুনে হাতকড়া নিয়েই পালালেন আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

হবিগঞ্জে রিমান্ড শুনানির কথা শুনে হাতকড়াসহ আদালত থেকে রাজু মিয়া (৪০) নামে এক আসামি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে তিনি পালিয়ে যান।

রাজু মিয়া চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চান মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন: বিএনপি নেতা জি কে গউছ দুই দিনের রিমান্ডে

আদালতের পেশকার রামেন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই তিনি পালিয়ে গেছেন।

এদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হলে আদালত চত্বরে হৈচৈ পড়ে যায়। কোন মামলার আসামি পালিয়েছেন তা জানতে ব্যস্ত হয়ে উঠেন আইনজীবী, সাংবাদিকসহ আদালতে আসা বিচারপ্রার্থী এবং সাধারণ মানুষ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।