বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের জলাশয়ে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো- জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪)। তারা বাড়িখলা দক্ষিণপাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুলের মেয়ে।

আরও পড়ুন: কেউ পানিতে ডুবে গেলে প্রথমেই যা করবেন

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় একটি ফুটবল নিয়ে খেলছিল তারা। পরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের খোঁজে মাইকিং শুরু করেন স্বজনরা। পরে বাড়ির পাশের জলাশয়ে ফুটবল ভাসতে দেখে পানিতে তল্লাশি করে তাদের মরদেহ উদ্ধার করে।

লাউরফতেহপুর ইউনিয়নের নারী সদস্য (সংরক্ষিত) ইসমত আরা জাহান জানান, দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতেই রয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।