ঝালকাঠি
বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্ক
ঝালকাঠির নলছিটিতে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। এদের মধ্যে রয়েছে বেশকিছু রোগাক্রান্ত কুকুর। আর কুকুরের এসব রোগ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে কুকুর আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা।
অন্যদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শিউলি পারভীন জানিয়েছেন, কয়েকমাস ধরে সরবরাহ নেই কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন।
নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনির হোসেন জানান, সড়কের মাঝখানে একসঙ্গে ১০/১২টি কুকুর ঘুরে বেড়ায়। এতে অনেক সময় মোটরসাইকেল চালাতে বেগ পেতে হয়। আবার হর্ন দিলে তারা এদিক সেদিক দৌঁড় দেয় এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। অনেক চালক কুকুরের কারণে মারাত্মক সব দুর্ঘটনার শিকার হয়েছেন।
আরও পড়ুন: ডাব গাছে উঠে আটকা তরুণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
পৌর এলাকার বাসিন্দা হুমায়ুন আহমেদ বলেন, নলছিটিতে হঠাৎ করে বেওয়ারিশ কুকুরের পরিমাণ অনেক বেড়ে গেছে। এসব কুকুর দলবেঁধে বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া। আমরা আগে দেখতাম বছরের একটা নির্দিষ্ট সময়ে বেওয়ারিশ কুকুর ও রোগাক্রান্ত কুকুর মেরে মাটিচাপা দেওয়া হতো কিন্তু কয়েকবছর ধরে সেটা আর দেখছি না।
এ ব্যাপারে নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেন, আমাদের কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তাই পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু করতে পারবে না। তবে যেহেতু জনসাধারণের সমস্যা হচ্ছে তাই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।
মো. আতিকুর রহমান/জেএস/এএসএম