উখিয়ায় অটোরিকশার ধাক্কায় রোহিঙ্গা নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:০২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। রশিদা বেগম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক সি এর কায়সারের স্ত্রী।

আরও পড়ুন: মামার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।