ফরিদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় লুৎফুন্নেসা (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লুৎফুন্নেসা উপজেলার বিলমামুদপুর নতুন ডাঙ্গী গ্রামের আয়নাল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ট্রেনটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমামুদপুর এলাকা অতিক্রম করার সময় লুৎফুন্নেসা ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, রাজবাড়ী রেল পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।