ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় নিহত ১


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২২ মার্চ ২০১৬

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় এক ইউপি সদস্য প্রার্থীর ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবুল কাশেম সিকদার (৫৫) ইউপি সদস্য প্রার্থী চুন্নু সিকদারের ভাই। নিহতের ছেলে সোহাগ সিকদার এ অভিযোগ করেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালিয়ান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য প্রার্থী সজীব হোসেনের সমর্থকরা দলবল দিয়ে জাল ভোট দিচ্ছিল। এতে বাঁধা দেন চুন্নু শিকদারের সমর্থকরা। এমন সময় সজীব হোসেনের সমর্থকরা লাঠিসোঁটা দিয়ে হামলা চালান চুন্নু শিকদারের সমর্থকদের উপর। এতে আবুল কাশেম সিকদার নিহত হন। আহত হয় কমপক্ষে ৫ জন। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়াও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লিটনের ছোট ভাই প্রিন্সকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের রমজানকাঠি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা দেয় প্রিন্স। এতে প্রতিপক্ষ ক্ষমতাসীন দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে আহত করে। আহতের স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মো. আতিকুর রহমান/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।