চোর ধরতে রুটি পড়া খাওয়ানোই তার কাজ
মাদারীপুরে রুটিপড়া খাওয়ানো সেই কবিরাজের কেরামতি আর টিকলো না। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে কবিরাজ ইস্রাফিল শেখকে (৪০) গ্রেফতারের কথা জানান মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম খান।
অভিযুক্ত ইস্রাফিল শেখ গোপালগঞ্জের মুকসুদপুরের নিশ্চিন্তপুর এলাকার মৃত রাজ্জাক শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে চোর ধরতে রুটিপড়া খাওয়ানোর ঘটনায় অংশ নেন কথিত কবিরাজ ইস্রাফিল শেখ। প্রায় ২০ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে এমন অভিনব প্রতারণা করে আসছেন তিনি। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুটিপড়া খেয়ে ব্যবসায়ী অসুস্থ হওয়ার ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, ১৫ দিন আগে মাদারীপুরের কালকিনি উপজেলার রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। পরে রোববার সকালে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে রুটিপড়া খাওয়ানোর আয়োজন করা হয়। এসময় দুলাল ও মামুন বাজারের লোকজনসহ উপস্থিত অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেওয়া একটি করে রুটিপড়া খাওয়ান।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এসময় কৌশলে কবিরাজ ইস্রাফিল শেখের আলাদা করে দেওয়া চেতনানাশক দ্রব্য মিশ্রিত দুটি রুটি ও একটি ডিম ব্যবসায়ী জাহিদুল ইসলাম বেপারীকে খাওয়ানো হয়। এতে অসুস্থ হয়ে পড়েন জাহিদুল। এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালকিনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে কালকিনি মামলা করেন। এই মামলায় শিগগির আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
ওসি আরও বলেন, গ্রেফতার ইস্রাফিলের বিরুদ্ধে এমন প্রতারণার মামলা আগেও হয়েছে। তিনি ২০ বছর ধরে এমন কর্মকাণ্ড করে আসছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এমএস