নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ গ্রেফতার ৮

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দলনেতাসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে নারায়ণগঞ্জ সদরের ডিআইটি মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার সবার বয়স ১৮ বছরের কম হওয়ায় নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

র‌্যাব জানায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া ও দাপট দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। এলাকাবাসী তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশে ত্রাস সৃষ্টি করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।