বিদ্যুতের তারে ঝুলছিল রংমিস্ত্রির মরদেহ
দিনাজপুরের বীরগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের কাছে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বপন রায় (২০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবুজ পল্লীতে এলাকায় এ ঘটনা ঘটে। স্বপন রায় বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলদিয়ার পাড় গ্রামের হিরা লাল রায়ের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার গোপালের নির্মাণাধীন ভবনের ছাদে উঠে রং মিস্ত্রীর কাজ করছিল। হঠাৎ করেই চলমান বিদ্যুৎ লাইনে স্পর্শ হলে বিদ্যুতায়িত হন স্বপন রায়। এ সময় তিনি বিদ্যুতের তারে ঝুলতে থাকে। দেখতে পেয়ে স্থানীয়রা বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্বপন রায়কে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী ও থানার অধিনস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ঠে স্বপন রায়ের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/জেএস/এমএস