সারিয়াকান্দীর ৬ ইউপিতে বিজয়ী আ. লীগ, বিএনপি ১
সারিয়াকান্দী উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি এবং ৪টিতে আ. লীগের বিদ্রোহীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- ফুলবাড়ীতে আনওয়ারুষ তারিক, নারচী আলতাফ হোসেন, কর্নিবাড়ী আজহার উদ্দিন, হাটশেরপুর মতিউর রহমান, কামালপুর হেদায়েতুল ইসলাম, ভেলাবাড়ী রুবেল উদ্দিন। বিএনপির একমাত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন বোহাইল ইউনিয়নে আব্দুল মজিদ। নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন- কুতুবপুরে রফিকুল ইসলাম, সারিয়াকান্দী সদর আব্দুল কাফী, চালুয়াবাড়ী শওকত আলী এবং চন্দনবাইশা ইউনিয়নে দুলাল হোসেন। এছাড়া দুপচাচিয়ার তালোড়া ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম।
লিমন বাসার/এআরএস/আরআইপি