সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে কারখানার মালামাল লুট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইকবাল গ্রুপের একটি স্টিল মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলমকে (৫৫) গুরুতর আহত করা হয়। এসময় কারখানার অন্তত চার লাখ টাকার মালামাল লুট হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইকবাল গ্রুপের ম্যানেজার আবু বক্কর বাদী হয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল ইকবাল গ্রুপের বাউন্ডারির দেওয়াল টপকে কারখানায় প্রবেশ করে। এরপর নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলমকে চাকু দিয়ে শরীরে আঘাত করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে কারখানার তালা কেটে ক্যাবল ও চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনার থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস