নারায়ণগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানীর কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার মো. এনায়েত বিশ্বাস ওরফে লেবু বিশ্বাসের ছেলে মোহাম্মদ রুবেল বিশ্বাস (২৮) এবং সাতক্ষীরার শ্যামনগরের বুরুলিয়া এলাকার মোহাম্মদ লতিফের ছেলে মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯)।

আরও পড়ুন: স্ত্রী-শ্বশুরকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।