স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পেটে ছুরি চালালেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে স্বামী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিজ পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার (২২) নামের এক গৃহবধূ।

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

তাসলিমা আক্তার উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী।

স্থানীয় ও স্বজনরা জানান, কুরবান আলীকে সুদের ওপর ঋণ এনে দেন তার শ্বশুর। সেই টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ইউপি মেম্বার দুদু মিয়া ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।