৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি, জরিমানা ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) সামনে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করে জরিমানা দিয়েছেন এক ফার্মেসি মালিক। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা প্রদান করেন তিনি।

অভিযানের নেতৃত্বে থাকা সেলিমুজ্জামান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আজ সারাদেশে ফার্মেসিতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ওষুধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রির অপরাধে ফার্মেসি পয়েন্ট নামে একটি ওষুধের দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার টিমের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকটি ফার্মেসি গায়ের মূল্যে স্যালাইন বিক্রি করা শুরু করেন। অভিযান চলাকালে ফার্মেসি মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব নারায়ণগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন, জেলা পুলিশের একটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।