আগুনে পুড়ে যাওয়া তিনটি ঘর নির্মাণ করে দিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে অসহায় তিনটি পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডের বাধে কলমেশ্বর এলাকার তিনটি বিধবা পরিবারকে তিন কক্ষের ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, দুই মাস আগে আগুনে ঘরগুলো পুড়ে যায়। তখন এখানে এসে তাদের করুণ অবস্থা দেখতে পাই। তখন তাদের কথা দিয়েছিলাম, আমি ঘরগুলো করে দিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করে দেবো। আমার ব্যবসার মুনাফার টাকায় আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি।

এসময় যুবলীগ নেতা কামাল হোসেন, শামীম, ইসমাইল হোসেনসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।