টঙ্গীতে ওষুধ কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরি কারখানার কেমিক্যাল রাখার গুদামের আগুন নিয়ন্ত্রণে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চেরাগআলী কাঁঠালবাড়ি রোডে এসকেএফ ওষুধ কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: টঙ্গীতে ওষুধ কারখানার গুদামে আগুন

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট কাজে যোগ দেয়। দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, গুদামজুড়েই রাখা ছিল কেমিক্যাল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।