নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৩ মার্চ ২০১৬

আগামী ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

পঞ্চপুকুর ইউনিয়নে মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- হবিবর রহমান (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী),মশিউর রহমান প্রামাণিক (আওয়ামী লীগ বিদ্রোহী) নাজমুল হক (আওয়ামী লীগ বিদ্রোহী), রফিকুল ইসলাম (বিএনপি) ও  নুরুল আমিন সরকার (স্বতন্ত্র)।

বুধবার দুপুরে পঞ্চপুকুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম বলেন, আমরা পুলিশ দিয়ে আঠা দিয়ে লাগানো সব পোস্টার অপসারণ করেছি। প্রচার গাড়িতে ব্যবহার করা পোস্টার ও ব্যানার ব্যবহার বন্ধ করে দিয়েছি।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, তৃণমূলের নির্বাচনে টাকা পয়সা লেনদেন হওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আওয়ামী লীগের প্রার্থী তার প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করছেন এবং এক ভোট পেয়েই চেয়ারম্যান নির্বাচনে ঘোষণা দিয়েছেন নিজেকে।

আর অপর বিদ্রোহী প্রার্থী নাজমুল হক আচরণবিধির কোনো তোয়াক্কা না করে তার সরকারি দুই কর্মকর্তা ভাইকে দিয়ে প্রতি শুক্রবার ও শনিবার দুটি মাইক্রোবাসে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। নাজমুল হক বলেন, এমন অভিযোগ কেউ করতে চাইলে করতেই পারেন।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।