নার্সকে শ্লীলতাহানি-কুপিয়ে জখমের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স সাজমিন জাহানকে (৩৮) শ্লীলতাহানি ও কুপিয়ে জখম করার অভিযোগে আরিফ সিকদার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রোববার (১৭ সেপ্টেম্বর) নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সিকদার সদর উপজেলার কিস্তাকাঠি আবাসন এলাকার ইসরাফিল সিকদারের ছেলে।

র‌্যাব ৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স সাজমিন জাহান হাসপাতালের সরকারি কোয়াটারে সপরিবারে বসবাস করেন। ২২ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের বাউন্ডারির ভেতরে হাটতে বের হলে রাস্তায় আরিফ সিকদার তার পথরোধ করে খারাপ আচরণ করতে থাকে। এসময় আরিফ সিকদারকে বাধা দিলে তার হাতে থাকা ছুরি দিয়ে নার্সকে ভয় দেখায়। একপর্যায়ে তার শ্লীলতাহানি করে। পরে প্রতিবাদ করলে তার হাতে থাকা ছুরি দিয়ে ওই নার্সকে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন: অবশেষে বগুড়ায় সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ওই নার্সের ডাক চিৎকারে আসামি হাসপাতালের বাউন্ডারি দিয়ে লাফিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই নার্স নিজেই সদর থানায় অভিযোগ করেন। পরে র‌্যাব-৮, সিপিএসসি আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব ৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বলেন, রোববার সকালে অভিযান চালিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

মো. আতিকুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।