বিষে ভেসে উঠলো ফিশারির ১৫ লাখ টাকার মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জে ফিশারিতে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ফিশারির মালিক আরজু মিয়া বলেন, আব্দুর রহিমের ছেলে বাক্কার মিয়া, আব্দুল গফুরের ছেলে মুরশিদ আলী ও মুরশিদ আলীর ছেলে আরজু মিয়া, আব্দুর রাশিদের মেয়ে শারমি ও ছেলে শাহীনের কাছ থেকে ৪৪ বিঘা জমি ১০ বছরের জন্য বছর প্রতি ১২০ মণ ধানে লিজ নেই। কয়েক বছর যাওয়ার পর আব্দুর রাশিদের বড় ছেলে বিল্লাল হোসেন দুবাই থেকে ফিরে আমাদের জমির লিজ বাতিল করতে বলেন। তখন আমরা বলি এখনো লিজের ১০ বছর মেয়াদ শেষ হয়নি। এ থেকেই আমাদের সঙ্গে বিল্লালের দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমাদের ধারণা এর জেরেই বিল্লাল ফিশারিতে বিষ দিয়ে মাছ মেরেছে।

ki-(3).jpg

ফিশারির আরেক মালিক মুরশিদ আলী বলেন, আমরা নিয়মিত লিজের টাকা পরিশোধ করে আসছি। আজকে সকালে আমাদের বাড়িতে খবর যায় মাছ মরে ভেসে উঠেছে। বাড়ি থেকে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। এ ফিশারিতে ৩০ হাজার মাছ ছিল যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। আমরা বিল্লালের বিচার চাই।

প্রতিবেশী আজহারুল ইসলাম বলেন, সকালে ফিশারির রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় দেখে সব মাছে মরে ভেসে উঠেছে। যারা এ নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার দাবি জানাই।

ki-(3).jpg

অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, আমার সঙ্গে তাদের অন্য বিরোধ আছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া আছে। মাছ মারার বিষয়ে আমি জড়িত নই। পূর্ব শত্রুতার কারণেই আমাকে দোষারোপ করা হচ্ছে।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।