কাঠবোঝাই ট্রাকে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ লুকিয়ে ছিলেন যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এরআগে মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন (৩৫) কক্সবাজারের উখিয়ার রামপালং গ্রামের মোজাহার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় মালবাহী একটি ট্রাক অভিনব কায়দায় কাঠ বোঝাই করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পরে পুলিশের চেকপোস্ট দেখে ট্রাকটি দ্রুত অতিক্রম করার চেষ্টা করে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাঠের নিচ থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তাকে খুব শিগগির নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।