মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আ.লীগের সংবাদ সম্মেলন
মাদারীপুরে নৌকা প্রতীক ভাংচুর করার অভিযোগ এনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ প্রার্থী বাবুল আক্তার। বুধবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুকরাইলে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জীর (আনারস) বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আক্তার অভিযোগ করেন, ১৯ মার্চ কুকরাইল মন্টারপুল এলাকায় তার নির্বাচনী প্রচারণা অফিসে হামলা চালিয়ে দুর্বৃত্তরা নৌকা প্রতীক ভাংচুর করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ সময় আগামী রোববারের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি।
নাসিরুল হক/এফএ/এবিএস