পরীক্ষায় অসদুপায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী সানজিদা আক্তারকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা ও ৩ নম্বর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ২৩তম সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছাত্রী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় এক কোর্সে অসদুপায় অবলম্বন করেন। এ অভিযোগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের সব পরীক্ষা বাতিলপূর্বক তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ মেয়াদ শেষে পরবর্তী চতুর্থ বর্ষের সঙ্গে পুনঃভর্তিপূর্বক শ্রেণি কার্যক্রম ও পরীক্ষায় অংশ নিতে পারবেন তিনি।

এরআগে বাংলা বিভাগের এ ছাত্রী সানজিদা আক্তার ১৯ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে মানসিক হেনস্থা ও যৌন নিপীড়নের অভিযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ প্রকল্প কমিটির প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে কোনো সত্যতা না পাওয়ায় ২৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এম এ মালেক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।