ভোটচোরদের তালিকা করতে বললেন আমীর খসরু
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের ভোটচোরদের তালিকা করতে হবে। প্রত্যেকটি এলাকায় কারা কারা ভোটচোরের সঙ্গে জড়িত তাদের তালিকা করতে হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্টেশন এলাকায় তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু বলেন, ‘আপনাদের আরও একটি সুখবর দেই। ইউরোপীয় ইউনিয়ন একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে। সেই প্রতিনিধিদল তাদের রিপোর্ট গতকাল পেশ করেছে। প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। ২৭টি দেশ। ওই যে ম্যাক্রো আসছিল ফ্রান্সের। তারে নিয়ে লাফালাফি দেখেন নাই? ২৭টি দেশের মধ্যে ফ্রান্সও একটা। লাফালাফিটাই বললাম, বাকিগুলো বললাম না। লজ্জার ব্যাপার। এগুলো কোনো রাষ্ট্রপ্রধান করতে পারে না। আর যুক্তরাষ্ট্রের কথা আমার বলার প্রয়োজন নাই। ভিসানীতিতে বিচারকদেরও অন্তর্ভুক্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের যে সামিট সম্মেলন (জি-২০) যেখানে ১১০টি দেশকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশকে দাওয়াত দেয়নি। আরও হয়তোবা কিছু আসতেছে। হয়তোবা আসিতেছে। আর থাকলো কে? বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ তাদের সঙ্গে নেই। কোনো গণতান্ত্রিক সংস্থা তাদের সঙ্গে নেই। পুরো বিশ্ববিবেক তাদের বিরুদ্ধে আজকে।’
সমাবেশে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হাসান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সুহেল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, শেখ মুজিবুর রহমান ইকবাল প্রমুখ।
এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চে আনুষ্ঠানিকতা শুরু হয়। ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চ সিলেট আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হবে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে। তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে।
রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন।
বিভিন্ন দাবিতে সরকার পতনের এ আন্দোলন করে আসছে বিএনপি। আন্দোলনে বিএনপির সঙ্গী হয়েছে তাদের সমমনা দলগুলো।
এসকে রাসেল/এসআর/জিকেএস