ভ্যাকসিন দেওয়ার পর ৯ গরুর মৃত্যু, অসুস্থ শতাধিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ভ্যাকসিন দেওয়ার পর ৯টি গরু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েছে শতাধিক গরু। এতে দুশ্চিন্তায় দিন কাটছে খামারিদের।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার (১৭ সেপ্টেম্বর) জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামে গরুকে ভ্যাকসিন দেওয়া হবে বলে স্থানীয় এক পশুচিকিৎসক মসজিদে ঘোষণা দেন। এতে এলাকাবাসী তাদের গরুগুলো ভ্যাকসিন দেন। ভ্যাকসিন দেওয়ার পর গরুগুলোর অতিরিক্ত জ্বর, পেট ফাপা, মুখ দিয়ে লালা পড়া শুরু হয়। এতে ৯টি গরু মারা যায়। এখনো শতাধিক গরু অসুস্থ।

jagonews24

যাদুপুর গ্রামের সবুর আলী বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার একদিন পর আমার একটি গরু মারা যায়। পরেরদিন আরও একটি মারা গেছে। এখন আমি দিশেহারা। কী করবো বুঝে উঠতে পারছি না।’

গরুগুলোকে ভ্যাকসিন দিয়েছিলেন স্থানীয় পশুচিকিৎসক মাইনুল ইসলাম। এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

জেলা প্রাণিসম্পদের উপ-সহকারী নাইমুল হক বলেন, ‘মাইনুল আমাদের সঙ্গে কাজ করতো। অনেকদিন থেকেই আমাদের ব্যাগ বহন করে সে। এর বিনিময় কিছু টাকা তাকে দেওয়া হয়। সব চিকিৎসক তাকে চেনেন। মাইনুল আমার আত্মীয়।’

jagonews24

তিনি বলেন, ‘আমি কিছুদিন থেকেই প্রচণ্ড অসুস্থ তাই বেঙ্গালুরুতে গিয়েছিলাম। এ সুযোগে আমার বাড়ি থেকে ভ্যাকসিনগুলো চুরি করে গ্রামের গুরুগুলোকে পুশ করেছে। আমি তার বিরুদ্ধে মামলা করতে এসেছি।’

মাইনুল ইসলাম জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কেউ না দাবি করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবো।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।