বিষ খাইয়ে ৫ বিড়াল হত্যা, পুলিশ ডাকলেন মালিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পাঁচটি পোষা বিড়াল মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী শহরের শেরশাহ রোড (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

বিড়ালগুলোর মালিক স্কুলশিক্ষিকা সায়েদা খায়রুন্নাহার জানান, তার বাসার পোষা পাঁচটি বিড়াল বুধবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে পাশের বাড়ির ওহিদুজ্জামান দুলালের উঠানে মৃত অবস্থায় কয়েকটি বিড়াল পড়ে থাকতে দেখা যায়। রাতে একটি বড় বিড়াল ও তিনটি বাচ্চা বিড়াল মৃত অবস্থায় পাওয়া গেলেও আরেকটি বিড়ালের সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির ঘটনাস্থলে আসেন।

তিনি বলেন, বিড়ালগুলো দুধ, ভাত, মাছ খাইয়ে অতি আদর-যত্নে লালন-পালন করেছি। বড় বিড়ালটির দুটি বাচ্চা আছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি কিছুই খাচ্ছে না।

বিষ খাইয়ে বিড়াল হত্যার জন্য অভিযুক্ত অহিদুজ্জামান দুলালের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলেও জানান খায়রুন্নাহার।

শিক্ষিকা খায়রুন্নাহারের স্বামী ওয়াহেদ আলী সিন্টু বলেন, পুলিশ এসে অভিযুক্ত ঠিকাদার ওহিদুজ্জামান দুলালকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ আমাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলেছে। আজ থানায় লিখিত অভিযোগ করবো।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক হাসান বসির জাগো নিউজকে বলেন, অভিযুক্ত ওহিদুজ্জামান দুলালের পরিবারের লোকজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলেছেন, বাড়িতে বেজি খুব অত্যাচার করে। তাই মুরগির মাংসের সঙ্গে বিষ মিশিয়ে ফেলে রাখা হয়। সেগুলো খেয়ে বিড়াল মারা গেছে।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।