পরপর দুবার পাবনার শ্রেষ্ঠ ইউএনও ভাঙ্গুড়ার নাহিদ হাসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান ও সদস্যসচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা সই করা এক পত্রে এতথ্য জানা গেছে।

এরআগে ২০২২ সালেও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন নাহিদ হাসান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও নাহিদ হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি উপজেলার মোট ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এছাড়া শিক্ষা উপকরণ বিতরণ, মা সমাবেশ, বিদ্যালয় চত্বরে বাগান বিলাস বৃক্ষরোপণ, ফুটবল বিতরণ, কাব ক্যাম্পুরির আয়োজন, আশ্রয়ণ প্রকল্পের শতভাগ শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করণসহ নানা কার্যক্রম চালিয়ে আসছেন।

এ বিষয়ে ইউএনও নাহিদ হাসান খান বলেন, শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমি অনেক খুশি। এখন দায়িত্ব আরও বেড়ে গেলো।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।