চাঁদপুরে পৌনে ৪ কেজি সোনার বারসহ আটক ২
চাঁদপুরে পৌনে চার কেজি ওজনের সাতটি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শহরের আল-আমিন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সোনার বারসহ ৪ যুবক আটক

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুরে আসা একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের সিএনজি হতে নামিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের হেফাজত থেকে সাতটি সোনার বার জব্দ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/জেআইএম