নারায়ণগঞ্জে বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তরা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছেন। তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে দেওভোগ পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক শাহিন মিয়া বলেন, ভোরে আমার দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের ভাড়াটে রুহুল আমিনের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় রুহুল আমিনের অন্তঃসত্ত্বা স্ত্রী অন্তরা বেগম দগ্ধ হন।
তিনি আরও বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা এসে দগ্ধ অন্তরাকে উদ্ধার করেন। পরে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ওই নারীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিউ) রাখা হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস