চার্জশিটে আওয়ামী লীগ নেতার নাম থাকায় ওসি প্রত্যাহার দাবি
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতার নামে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার প্রতিবাদে থানার ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ধুল ইউনিয়নের মেহেরনগর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বড়ধুল ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাহ মোল্লা তার বক্তব্যে বলেন, গত ১৯ জুন যমুনা চরের মেহেরনগরে গরু চুরির সময় ফরিদুল ইসলাম ও ফারুক শেখ নামের দুজনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। পরে পুলিশ থানায় নিয়ে দেনদরবার শেষে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আমিও প্রতিবাদ করি। এজন্য পরবর্তী সময়ে মেহেরনগর গ্রামের রুপচাঁন মোল্লার করা চুরির মামলায় আমাকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে। আমি ওসির প্রত্যাহার ও শাস্তি দাবি জানাই।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোল্লা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোল্লা, সহ-সভাপতি ঠান্ডু মিয়া ও আওয়ামী লীগ নেতা আবু সামা মোল্লা।
স্থানীয় সূত্র জানায়, জিন্নাহ মোল্লা ও সোহেল মোল্লাসহ ১৩ জনকে অভিযুক্ত করে গত ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় থানাপুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, গরু চুরি সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পুলিশে দেন। পরে দেখা যায়, চুরির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এজন্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
চার্জশিট প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জিন্নাহ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাইদের সংঘর্ষের ঘটনা ঘটে। তদন্তে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকায় নাম রয়েছে।
এম এ মালেক/এসআর/জিকেএস