টেক্সটাইল পল্লি পরিদর্শনে কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেড ও চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লি পরিদর্শন করেছেন কুয়েত সেনাবাহিনীর আট সদস্যের এক প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মেজর জেনারেল খালেদ আলকান্দারির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের আরামবাগ গোদনাইল এলাকায় আসেন তারা।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

টেক্সটাইল পল্লি পরিদর্শনে কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দল

এসময় তারা বর্ণালী কালেকশন লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তারা। দুপুর ১টায় তারা সিদ্ধিরগঞ্জ ত্যাগ করেন।

এ সময় কুয়েত সেনাবাহিনীর সফর সঙ্গীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ আরও ৯ সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।