দেশে ফেরার পথে বিমানবন্দরে ওমান প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

পাঁচ বছরের প্রবাসজীবন শেষে দেশে আসার পথে ওমান বিমানবন্দরে মারা গেছেন মফিজুল হক (৪৭) নামে এক বাংলাদেশি। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির মাস্কাট বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

মফিজুল হক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামছুল হকের ছেলে।

চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারী জানান, দীর্ঘদিন পর দেশে আসার জন্য বিমানবন্দরে এলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মফিজুল হক। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ দেশে আসার পর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু 

নিহতের পারিবারিক সূত্র জানায়, জীবনের দীর্ঘ সময় বিভিন্ন দেশে কাটিয়ে পাঁচ বছর আগে ওমানে যান মফিজুল হক। ওখানে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। এতে তার এক পায়ে পচন ধরলে চিকিৎসক তাকে দেশে এসে চিকিৎসার পরামর্শ দেন।

বুধবার দেশের পথে রওয়ানা হয়ে মাস্কাট বিমানবন্দরে গেলে তিনি অসুস্থ হয়ে সেখানেই মারা যায়। বাড়িতে তার স্ত্রীসহ এক ছেলে দুই মেয়ে রয়েছে। বাবার মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সন্তানরা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা-উল-আলম ভুঁইয়া জাগো নিউজকে বলেন, বিষয়টি এখনো কেউ জানায়নি। পরিবার চাইলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সার্বিক সহযোগিতা করা হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।