ইতালিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ইতালি প্রবাসী মো. শাজাহান বেপারী নামে এক বাংলাদেশি মারা গেছেন। রোববার (৪ মার্চ) তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
শাজাহান বেপারীর দেশের বাড়ি মাদারীপুর সদর থানা দুধখালী ইউনিয়নের বলাইরচর গ্রামে। তার পিতার নাম (মৃত) আ. মজিদ বেপারী। শাজাহান ইতালির সারদেনীয়া শহরে বসবাস করতেন। তার স্ত্রী ও ৮ মাসের এক কন্যা শিশু রয়েছে।
শাজাহানের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ইতালিতে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
আরএস/পিআর