সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল। এ গণতন্ত্রকে হরণ করে নিয়েছে সরকার। আমাদের নেতাকর্মীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র উদ্ধার করা। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড. মঈন খান। বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভূঁইগড় এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন জায়গায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রকে হরণ করে বাকশাল কায়েম করেছিল। তারা মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে না। বিশ্বের কাছেও সরকারের মুখোশ খুলে গেছে। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে। বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের ক্ষমতার জন্য। আমরা মানুষের সেবা করতে চাই। আওয়ামী লীগ রাজনীতি করে নিজেরা ক্ষমতায় আসার জন্য। আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে তাহলে দিনের ভোট কেন রাতে করে? তারা কেন সুষ্ঠু ভোটে ভয় পায়।’
জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস