পুলিশ-র্যাব ছেড়ে আসেন, খেলবো: ওবায়দুল কাদেরকে সালাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
তিনি বলেন, ‘মাজাভাঙা ওবায়দুল কাদের বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন। আমরা ৩৬ ঘণ্টা সময় দিলাম। আসেন, যেখানে বলবেন সেখানে খেলবো। পুলিশ-র্যাব ছেড়ে আসেন, খেলবো। তিনি (ওবায়দুল কাদের) সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভূঁইগড় এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন জায়গায় এ সমাবেশের আয়োজন করা হয়। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগের ওবায়দুল কাদের আর হাছান মাহমুদ র্যাব ও পুলিশ দিয়ে খেলতে চান। সেই খেলা তো ফেয়ার খেলা হবে না। এতো যখন শক্তি তাহলে মন্ত্রিত্ব বাদ দিন, পাবলিক হয়ে আসুন। আপনিই (ওবায়দুল কাদের) বলেছেন, ক্ষমতা না থাকলে এক রাতেই আওয়ামী লীগ শেষ। তার ভাই কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ ভালো নির্বাচন হলে পালানোর দরজা খুঁজে পাবে না।’
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, ‘এখনো সময় আছে, হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার কাছে হাত-পা ধরে মাফ চান। তিনি মাফ করলে করতেও পারেন। খালেদা জিয়ার পা ধরে বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি। বলেন, আমাকে যেন গ্রেফতার হতে না হয়। নয়তো আওয়ামী লীগের চিরবিদায় হবে।’
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে এ সরকার দুই কোটি টাকার সাজানো মামলা দিয়ে আটকে রেখেছে। তিনি মৃত্যু পথযাত্রী। এ সরকার তার চিকিৎসা করতে দিচ্ছে না। তারা নাকি মানবতার দল। তারা ভুয়া মানবতার দল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম