কুড়িগ্রামে পুকুর নিলাম নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামের রাজীবপুরে সরকারি দুটি পুকুর নিলামকে কেন্দ্র করে দফায় দফায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ।

আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক ও কনস্টেবল রবিউল ইসলাম ও ছাত্রলীগ কর্মী আল মামুন।

অপরদিকে আটকরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের অনুসারী মাহাবুবুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মাঈদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের অধীনে হ্যালিপ্যাড ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন পুকুর দুটি প্রকাশ্যে নিলাম দেওয়ার কথা ছিল। কিন্তু পৌনে দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক গ্রুপ সমন্বয় করার প্রস্তাব দেন। এতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রানা গ্রুপ রাজি হননি। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও ওসি (তদন্ত) আতাউর রহমান পরিস্থিতি শান্ত করেন।

আরও পড়ুন: সমাবেশ শেষে ফেরার পথে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

পরে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ঢুকে পড়ে তারেক গ্রুপ। সেখান থেকে বের হলে উপজেলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম মিশু ঘটনাস্থলে এসে জুয়েল গ্রুপের ওপর হামলার নির্দেশ দেন। পরে দুই গ্রুপের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় দুই পুলিশসহ তিনজন আহত হন।

রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম মিশু বলেন, ঘটনার সময় আমি উপজেলা চত্বরে ফুসকার দোকানে ছিলাম। কিন্তু আমি হুকুম দেয়নি।

রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রানা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বিষয়টি সমন্বয় করার প্রস্তাব দেন। এতে আমরা রাজি না হওয়ায় আমার সহযোগীকে গলা ধরে ধাক্কা দেন। আমাদেরকে মারধর করে তারেক গ্রুপ।

রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, একটু কথা কাটা-কাটি ও কিল-ঘুসির ঘটনা ঘটেছে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, পুকুর নিলাম অংশগ্রহণ নিয়ে দুই গ্রুপের মাঝে কিলঘুসির ঘটনা ঘটেছে। পরে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়। ওইখানে পুলিশও ছিল।

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানান, বেলা ১১টার দিকে পুকুর নিলাম ছিল। এ নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টগোল হয়। পরে সেই নিলাম স্থগিত করা হয়েছে।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, পুকুর নিলামকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপর হামলা করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।