প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার রাত ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে। শনিবার চট্টগ্রামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সাংবাদিক মাসুদ রানার বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক

চ্যানেল আইয়ের কক্সবাজার প্রতিনিধি সরোয়ার আজম মানিক বলেন, বিকেল ৪টার দিকে হেলাল ভাইকে আমরা হাসপাতালে দেখে আসি। তখন চোখ খোলা ছিল, আমাদের দিকে তাকাচ্ছিলেন। আমি অভয় দিয়ে বলছিলাম বদ্দা রিপোর্ট ভালো আছে, ভয় পাবেন না। সব ঠিক হয়ে যাবে। সঙ্গে ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন। চিকিৎসকের সাথে কথা বলে আমরা চলে আসলাম। কিছুক্ষণ পর হেলাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই ব্যানার্জি চৌধুরী তার মৃত্যু খবর জানান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সায়ীদ আলমগীর/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।