কোনো ষড়যন্ত্র নির্বাচন রুখতে পারবে না: পাপন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, হুমকি-ধমকি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো যাবে না। সংবিধান মেনে এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন রুখতে পারবে না।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক রোকসানা হাসান।

পাপন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে কোনো সরকার তা করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তা নাহলে দেশকে ধ্বংস করে দেবে দেশবিরোধী চক্রান্তকারীরা।

মানিকদি আলফাজ উদ্দিন হাইস্কুল মাঠে কামরুজ্জামান ভূঁইয়া রকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

রাজীবুল হাসান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।